আমাদের সম্পর্কে

স্বল্প খরচে গুনগত মানসম্পন্ন শিক্ষা সেবা নিশ্চিত করার ঘোষণা দিয়ে এক্সিলেন্স ল্যাবরেটরি স্কুল এর যাত্রা শুরু হয়েছে। ইতোমধ্যে আমরা আধুনিক সুবিধা সমৃদ্ধ অবকাঠামোর সাথে তরুন উদ্যমী ও অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা চৌকশ টিচিং স্টাফ গঠন করা হয়েছে। করোনা মহামারি এবং এলাকার মানুষের সার্বিক আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে জনগনের সাধ্যের মধ্যে আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অঙ্গিকারাবদ্ধ।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনাদের সহযোগিতায় আমরা এলাকার মানুষের জন্য ভালমানের শিক্ষাসেবা প্রদান করে এলাকার শিক্ষা বিস্তারে ইতিবাচক ভ‚মিকা রাখতে  সক্ষম হবো ইন্শাআল্লাহ।

আমাদের বিশেষত্ব ঃ

তরুন উদ্যমী ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী।
আধুনিক সুবিধা সমৃদ্ধ মনোরম শিক্ষা পরিবেশ।
সোনামণিদের খেলারছলে আনন্দময় পরিবেশে পাঠদানের ব্যবস্থা।
কার্যকরি শিক্ষণের জন্য প্রতি শ্রেণিতে সর্বাধিক ৩০ জন শিক্ষার্থী।
পাঠদানকে আনন্দময় করতে মাল্টিমিডিয়া ও শিক্ষাউপকরণের ব্যবহার।
সোনামণিদের শারীরিক বিকাশ ও বিনোদনের জন্য চষধু-তড়হব এর ব্যবস্থা।
কোরআন শিক্ষা, চিত্রাঙ্কন, সঙ্গীত ও হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ ব্যবস্থা।
বিজ্ঞান শিক্ষাকে বোধগম্য ও তথ্য-প্রযুক্তির বাস্তবমুখী শিক্ষার জন্য ল্যাব সুবিধা।
প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে ডিবেটিং ক্লাবসহ ব্যাপক সহশিক্ষা কার্যক্রম।

আমাদের পাঠদান পদ্ধতিঃ

প্রতিদিনের পড়া ক্লাশেই বুঝিয়ে দেওয়া হবে। কোন শিক্ষার্থী কোন বিষয় বুঝতে ব্যর্থ হলে ছুটির শেষে সংশ্লিষ্ট শিক্ষক ঐ শিক্ষার্থীকে বিষয়টা বুঝিয়ে দিবেন। তাছাড়া পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ নজর দেওয়া হবে। মাঝে মাঝে প্রয়োজন অনুযায়ী অভিভাবকদের সাথে মতবিনিময় করে সমšি^ত উদ্যোগে শিক্ষার্থীদের কাক্সিখতমানের উন্নয়ন ঘটানো হবে। তথ্য প্রযুক্তির সাহায্যে এবং শিক্ষা উপকরণের ব্যবহারের মাধ্যমে পাঠকে বোধগম্য ও আনন্দময় করার চেষ্টা করা হবে। আজকাল অধিকাংশ ছাত্রছাত্রীরা যেহেতু পড়ালেখায় উদাসীন থাকে তাই তাদের সারা বছর পড়ালেখায় সমানভাবে মনোনিবেশ করাতে সাপ্তাহিক কুইজ সিটি (ঈষধংং ঞবংঃ) পি এ টি বা (চৎধপঃরপধষ অপযরবাবসবহঃ ঞবংঃ) পরীক্ষা পরিকল্পিত ভাবে গ্রহন করা হবে।
এরপর প্রতি চার মাস পর পর একটি করে বছরে মোট তিনটি সাময়িক পরীক্ষা গ্রহন করা হবে। এই ভাবে ছাত্রছাত্রীদের বছর জুড়ে লেখাপড়ায় সম্পৃক্ত রাখার চেষ্টা করা হবে। পরীক্ষাকে ছাত্রছাত্রীরা যাতে বোঝা মনে না করে বরং আনন্দ সহকারে পরীক্ষা দিতে আগ্রহী হয় সেই জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।
শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকশিত করে আচরণের কাক্সিখত পরিবর্তনের জন্য বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে লক্ষ্য স্থির করে সামনে এগোতে হয়।

Excellence Laboratory School

  • Momenbag chourasta, Konapara, Jatrabari, Dhaka- 1362
  • +8801718659946
  • info@elsc.com.bd