সভাপতির বাণীঃ

প্রত্যেক মা বাবাই সর্বাত্মক চেষ্টা করেন তাদের সন্তানকে মানুষের মত মানুষ করতে। মানুষের মত মানুষ করার জন্য পিতা-মাতাকে কতইনা চেষ্টা সাধনা করতে হয়। এই জন্য সর্বাগ্রে প্রয়োজন একটি ভাল মানের শিক্ষা প্রতিষ্ঠানের। ভাল মানের শিক্ষা প্রতিষ্ঠানে এমন একটি শিক্ষা ও সামাজিক পরিবেশ থাকে যেখানে ধীরে ধীরে একজন শিক্ষার্থী একদিকে মানবীয় মূল্যবোধে সমৃদ্ধ হয় অন্যদিকে জীবন সংগ্রামে বিজয়ী হওয়ার সফল হাতিয়ার অর্জন করতে পারে যা তার জীবিকার্জনের জন্য সহায়ক হয়। এই জন্য কলিজার টুকরা সন্তানদের জন্য পিতা-মাতার লালিত স্বপ্নপূরণে প্রয়োজন ভালমানের শিক্ষা প্রতিষ্ঠান। 

কিন্তু আমাদের দেশে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের খুবই অভাব। অপর দিকে নামকরা প্রতিষ্ঠানের শিক্ষাব্যয় বহন করা অনেক পিতা-মাতার পক্ষেই সম্ভব হয় না। আর যাদের সামর্থ্য আছে ভর্তি পরীক্ষা নামের প্রতিযোগিতার পাহাড় পেরিয়ে ভর্তির সক্ষমতা অর্জন করবে কিনা এই চিন্তায় তাদের ঘুম হারাম হয়ে যায়। সাধ ও সাধ্যের ব্যবধানের বিশালতা এবং মেধার জোরে টিকতে না পারার অজানা শংকায় থাকতে হয় পিতা-মাতাকে। 

প্রতি শিক্ষাবর্ষের শুরুতে অভিভারকদের দুঃশ্চিন্তা চরম পর্যায়ে উপনীত হয়।এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজন বেশি বেশি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। এমতবস্থায় স্বল্প খরচে গুনগত মানসম্পন্ন শিক্ষা সেবা নিশ্চিত করার ঘোষণা দিয়ে এক্সিলেন্স ল্যাবরেটরি স্কুল এর যাত্রা শুরু হয়েছে। 

ইতোমধ্যে আমরা আধুনিক সুবিধা সমৃদ্ধ অবকাঠামোর সাথে তরুন উদ্যমী ও অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে চৌকশ টিচিং স্টাফ গঠন করেছি। করোনা মহামারি এবং এলাকার মানুষের সার্বিক আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে জনগনের সাধ্যের মধ্যে আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অঙ্গিকারাবদ্ধ। 


আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনাদের সহযোগিতায় আমরা এলাকার মানুষের জন্য ভালমানের শিক্ষাসেবা প্রদান করে এলাকার শিক্ষা বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখতে  সক্ষম হবো । ইন্শাআল্লাহ।


ধন্যবাদান্তে
মোঃ মাহাদী ইসলাম ধ্রুব
সভাপতি

Excellence Laboratory School

  • Momenbag chourasta, Konapara, Jatrabari, Dhaka- 1362
  • +8801718659946
  • info@elsc.com.bd